ঘটনা 1
সাল 2009 আব্বুর হাইপু হওয়াতে প্রায় 4 দিন হাসপাতালে ছিলেন তো হাসপাতালের ওয়ার্ডে চিকিৎসকদের আন্ডারে কয়েকটি করে বেড ভাগ করে দেওয়া থাকে। তাঁরা অধ্যাপকের কাছে ওই বেডের রোগী সম্পর্কে ধারণা দেন। চিকিৎসা সম্পর্কে মতামত নেন এবং সে অনুযায়ী চিকিৎসা চালিয়ে যান। একদিন ১২ নম্বর বিছানার দায়িত্বে থাকা চিকিৎসক কে স্যার এসে জিজ্ঞেস করলেন, ‘তোমার বেডের কী খবর?’ একটু অন্যমনস্ক থাকা সে চিকিৎসক জবাব দিল, ‘স্যার, ডান পা’টা ছোট হওয়ার পর বেডটা একটু নড়বড়ে হয়ে গেছে।’
ঘটনা 2
সে বারও আব্বু অসুস্থ | রাতে আব্বুর সাথে আমি থাকব |তাই বাহিরে বসে গার্ডের সাথে ভাব করার চেষ্টা করছি |মূল ঘটনা হলো চিকিৎসকরা থাইরয়েডের দুটি পরীক্ষা প্রায়ই করতে দেন, t3 আর t4। তখন ওয়ার্ডে নতুন একজন চিকিৎসক জয়েন করেছেন, পরিচয়পর্বে তিনি বললেন, ‘আমি ডা. টিটু।’ এই শুনে গার্ড বলল ‘যাক t3, t4 তো ছিলই, এখন t2-টাও এল।’
ঘটনা 3
এবার রোগী হলো বন্ধু অভি |ক্রিকেট খেলতে গিয়ে পা মচকে গেছে |তো হাসপাতালে নিয়ে গেলাম |টিকেট কাটার পর দেখি সামনে গন্ডগোল হচ্ছে |এগিয়ে দেখি এক রসিক সিস্টারের সাথে এক রোগীর লোকের খুবই ঝগড়া হচ্ছে | এক পর্যায়ে লোকটি বলল ""মেরে হাড় গুড়ো করেদেবো "" রসিক সিস্টারের নির্বিকার জবাব "" সে ক্ষেত্রে স্যার আপনাকে আর্থপেডিকে যোগাযোগ করতে হবে ""
শেসে এসে
এটি সত্যি ঘটনা নয়, তবু লিখতে ইচ্ছা করল। চিকিৎসক তাঁর রোগীকে বললেন, ‘গতবার আপনি যে টাকাটা দিয়েছিলেন, সেটা কিন্তু নকল ছিল।’ রোগী বলল, ‘হুমম, কিন্তু সেটা তো দিয়েছিলাম নকল মেডিকেল সার্টিফিকেটের জন্য। তাই না?’
0 comments:
Post a Comment