যারা খুব রোগা-পাতলা এবং অনেক খাওয়ার পরেও ওজন বাড়ে না, তাদেরকে ইংরেজিরে হার্ডগেইনার বলে। সাধারণত এদের হাড় চিকন এবং মেটাবলিজম (সোজা বাংলায় হজম শক্তি) খুব দ্রুত হওয়ার ফলে যতই খান না কেন, সেটা গায়ে লাগে না। আমাদের বাংলাদেশে এ ধরনের গঠনই বেশি বলে চারদিকে শুধু রোগা-পাতলা মানুষ চোখ পড়ে। তবে এদের পক্ষে স্বাস্থ্য ভালো করে বা ওজন বাড়ানো একেবারে অসম্ভব ব্যাপার নয়। শুধু অন্যান্য রেগুলার পদ্ধতির চাইতে একটু ভিন্ন পদ্ধতিতে যেতে হবে। সেরকম একটি বিষয় নিয়েই খুব সুন্দর একটা লেখা রয়েছে এবাউট.কম ওয়েবসাইটে। আমরা সেটা থেকে সংক্ষেপে নিজেদের মত করে আলোচনা করার চেষ্টা করছি।
হার্ডগেইনারদের যেসব ব্যাপার খেয়াল রাখতে হবে-
হার্ডগেইনারদের যেসব ব্যাপার খেয়াল রাখতে হবে-
১. ব্যায়ামের সময় যথা সম্ভব কম রাখতে হবে, বড়জোড় এক ঘণ্টা। কেননা পেশী বাড়াতে যে হরমোনের দরকার হয়, সেটা এক ঘণ্টা পরে কমে যেতে শুরু করে। তাই এক ঘণ্টার পরেও যদি ব্যায়াম চাইয়ে যান তাহলে পেশী ক্ষয় হতে শুরু করবে।
২. ব্যায়াম করার সময় একটা সেট শেষ করে আরেকটা সেট শুরু করার মাঝে যত কম বিশ্রাম নিতে পারবেন, তত ভালো। বড়জোড় ৯০ সেকেণ্ড বিশ্রাম নিবেন। তারপর আবার পরবর্তী সেটের ব্যায়াম শুরু করে দেবেন। বেশী বিশ্রাম নিলে শরীর ঠাণ্ডা হয়ে যেতে পারে।
৩. পর পর দুইদিনের বেশী একটানা ব্যায়াম করবেন না। সবচেয়ে ভালো হয় যদি একদিন পর পর ব্যায়াম করতে পারেন। মনে রাখবেন জিমে কিন্তু শরীর বাড়ে না। জিমে শুধু পেশীকে নাড়িয়ে দেয়া হয়, সেখানে যথাসম্ভব রক্তসঞ্চালন করে জাগিয়ে তুলতে হয়। পেশী বাড়ে যখন খাওয়া-দাওয়া ঠিক মতো করে বাড়িতে ঘুমাবেন বা বিশ্রাম নিবেন তখন। এছাড়া পেশী যথেষ্ঠ বিশ্রাম পেলে পরের বার জিমে গিয়ে আবার নতুন উদ্যমে শুরু করতে পারবেন। নইলে ক্লান্তি লাগবে, ব্যায়াম করার ইচ্ছে কমে যাবে।
৪. প্রতি সেট ব্যায়ামে ৬ থেকে ১৫ র্যাপ্স্-এর বেশী যাবেন না। হালকা ওয়েট নিয়ে বেশী র্যাপ্স্ দিলে শরীর মেয়েদের মত কোমল ও নরম গঠনের হয়ে যাবে। পেশী বাড়াতে চাইলে বেশী ওজন নিয়ে যত কম র্যাপ্স্ দিতে পারেন, তত ভালো।
৫. দিনের পর দিন একই রুটিনে ব্যায়াম না করাই ভালো। মাঝে মাঝে রুটিন চেঞ্জ করতে পারেন। অর্থাৎ কয়েক সপ্তাহ পরে মাঝের ব্যায়ামটা আগে, প্রথম ব্যায়ামটা মাঝে- এভাবে ঘুরিয়ে নিতে পারেন। এতে একঘেয়েমি লাগবে না।
৬. বেশী ওজন নিতে গিয়ে আবার ব্যায়ামের ফর্ম যাতে নষ্ট হয়ে না যায়, সেটা দেখতে হবে। যেমন ধরুন হাতের পেশীর ব্যায়াম করছেন। অন্যদের সাথে পাল্লা দিয়ে বেশী ওজন নিতে গিয়ে হাতের পেশীর সাথে কাধের পেশীও ব্যবহার করলেন। এটা নিজের সাথেই এক ধরনের প্রতারণা। এটা কখনো করবেন না। অন্যের সাথে তুলনা না করে নিজের যেটুকু সামর্থ, সেটুকুই সঠিক ভাবে করবেন। এ প্রসঙ্গে আরেকটা কথা- কখনোই অন্যের বডির বা শক্তির সাথে নিজের তুলনা করবেন না। এতে হীনমন্যতার সৃষ্টি হতে পারে। আপনি আপনার বডির বেস্ট ফর্মে যাওয়ার চেষ্টা করবেন। অর্থাৎ পাল্লাটা হবে নিজের সাথে, নিজের বর্তমান অবস্থা থেকেও আরো বেটার অবস্থানে যাওয়ার।
৭. দৌঁড়ানো, হাঁটা, সাঁতার, সাইকেল চালানো- এই টাইপের বাড়তি কাজ যতটা সম্ভব কম করবেন। কেননা এতে আরো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে।
৮. জিমের মেশিন এড়িয়ে চলবেন। ফ্রি ওয়েট ব্যবহার করবেন।
৯. রুটিন বানিয়ে ব্যায়ামের নোট রাখবেন। এতে হিসাব থাকবে যে এই সপ্তাহে কত ওজন নিতে পারলেন, বা কতটা র্যাপ্স্ দিতে পারলেন। পরের সপ্তাহে চেষ্টা করবে সেই একই ব্যায়ামে ২ কেজি বা ৫ পাউণ্ড ওজন বাড়াতে। যেমন ধরুন- ৫০ কেজি দিয়ে ৮ বার বেঞ্চপ্রেস দিতে পারলেন এই সপ্তাহে। পরের সপ্তাহে টার্গেট থাকবে ৫২ কেজি দিয়ে ৮ বার দেয়ার। কিংবা ধরেন এই সপ্তাহে ৫টা পুল-আপ দিতে পারলে পরের সপ্তাহে ৬টা দেবেন। এগুলো হিসাব রাখতেই রুটিনের নোট রাখা উচিত। এতে বুঝতে পারবেন আপনার ব্যায়ামের এবং শক্তির কতটা উন্নতি হচ্ছে। (যারা সিরিয়াস, তারা এইটা অবশ্যই করবেন।)
১০. দুই সপ্তাহ পর পর শরীরের ওজন এবং ফিতা দিয়ে দেহের বিভিন্ন অংশের মাপ নিবেন। এটাও লিখে রাখবেন। টার্গেট রাখবেন প্রতি দুই সপ্তাহে ২ কেজি করে ওজন বাড়াতে। (খুব তাড়াতাড়ি মাপ ও ওজন লিখে রাখার একটা রুটিন করে দেয়া হবে পিডিএফ আকারে)
(আরো টুকটাক টিপস থাকলে আমরা এখানে যোগ করে দেব।)
এবার আসি রুটিনের ব্যাপারে। যারা খুব রোগা এবং যারা দ্রুত কিছু ওজন বাড়াতে চান, তাদের জন্য একটা ব্যায়ামের স্যাম্পল রুটিন। তবে বিশ্বাস করুন, এই সম্পর্কিত যতগুলো রুটিন আছে, তার মধ্যে এটি অন্যতম এবং কার্যকরী। এই রুটিনে নিজের মত করে সপ্তাহকে ৭ দিনের বদলে ৮ দিন করে নেবেন। একদিন পর পর করে চারদিন ব্যায়াম করে আবার প্রথম থেকে শুরু করবেন। ঠিকমতো খাওয়াদাওয়া, বিশ্রাম আর ব্যায়াম করে যেতে পারলে ৬ সপ্তাহ পর থেকেই শরীরে পরিবর্তন দেখতে পাবেন। তাহলে রুটিনটা দেখে নিন-
(আপনাদের সুবিধার্থে আমরা সবগুলোকে একত্র করে এক সপ্তাহের রুটিন একটা কাগজে যাতে প্রিণ্ট করে নিতে পারেন, সেজন্য পিডিএফ করে দিলাম। এখান থেকে পিডিএফ রুটিন ডাউনলোড করে প্রিণ্ট করে নিতে পারবেন।)
প্রথম দিন: Chest/Back/Biceps/Triceps/Upper Abs
Superset #1:
Incline Dumbbell Press (adjust bench to an angle of 25 degrees) 3 sets of 8-10 reps (No Rest)
Close Grip Pull-up to Front (palms facing forward) 3 sets of 8-10 reps (1 min rest)
Incline Dumbbell Press (adjust bench to an angle of 25 degrees) 3 sets of 8-10 reps (No Rest)
Close Grip Pull-up to Front (palms facing forward) 3 sets of 8-10 reps (1 min rest)
Notes: If you cannot perform the pull-up, then try to have your partner help you up or use a weight assist machine. Otherwise, substitute with Pull-downs.
Superset #2:
Flat Dumbbell Bench Press 3 sets of 10-12 reps (No Rest)
Neutral Grip Pull-ups 3 sets of 10-12 reps (1 min rest)
Flat Dumbbell Bench Press 3 sets of 10-12 reps (No Rest)
Neutral Grip Pull-ups 3 sets of 10-12 reps (1 min rest)
Notes: If you cannot perform the pull-up, then try to have your partner help you up or use a weight assist machine. Otherwise, substitute with Pull-downs.
Superset #3:
Dumbbell Hammer Curls 3 sets of 8-10 reps (No Rest)
Overhead Triceps Extensions 3 sets of 8-10 reps (1 min rest)
Dumbbell Hammer Curls 3 sets of 8-10 reps (No Rest)
Overhead Triceps Extensions 3 sets of 8-10 reps (1 min rest)
Superset #4:
Dumbbell Preacher Curls 3 sets of 10-12 reps (No Rest)
Triceps Pushdowns 3 sets of 10-12 reps (1 min rest)
Dumbbell Preacher Curls 3 sets of 10-12 reps (No Rest)
Triceps Pushdowns 3 sets of 10-12 reps (1 min rest)
Crunches 3 sets of 15-20 reps (1 min rest)
দ্বিতীয় দিন: Thighs/Hamstrings/Delts/Calves/Lower Abs
Superset #1:
Wide Stance Squats 3 sets of 8-10 reps (No Rest)
Dumbbell Stiff Legged Deadlifts 3 sets of 8-10 reps (1 min rest)
Wide Stance Squats 3 sets of 8-10 reps (No Rest)
Dumbbell Stiff Legged Deadlifts 3 sets of 8-10 reps (1 min rest)
Notes: If you suffer from lower back problems substitute the wide stance squat for a wide stance leg press (press with toes since you are working the quads).
Superset #2:
Leg Extensions 3 sets of 10-12 reps (No Rest)
Lying Leg Curls 3 sets of 10-12 reps (1 min rest)
Leg Extensions 3 sets of 10-12 reps (No Rest)
Lying Leg Curls 3 sets of 10-12 reps (1 min rest)
Superset #3:
Lateral Raises 3 sets of 8-10 reps (No Rest)
Standing Calf Raises 3 sets of 8-10 reps (1 min rest)
Lateral Raises 3 sets of 8-10 reps (No Rest)
Standing Calf Raises 3 sets of 8-10 reps (1 min rest)
Superset #4:
Bent Over Lateral Raises Curls 3 sets of 10-12 reps (No Rest)
Seated Calf Raises 3 sets of 10-12 reps (1 min rest)
Bent Over Lateral Raises Curls 3 sets of 10-12 reps (No Rest)
Seated Calf Raises 3 sets of 10-12 reps (1 min rest)
Hanging Leg Raises 3 sets of 15-20 reps (1 min rest)
তৃতীয় দিন: Chest/Back/Biceps/Triceps
Modified Compound Superset #1:
Incline Bench Press 3 sets of 8, 6, 4 reps (90 second rest)
Close Grip Chins with reverse grip 3 sets of 8, 6, 4 reps (90 second rest)
Incline Bench Press 3 sets of 8, 6, 4 reps (90 second rest)
Close Grip Chins with reverse grip 3 sets of 8, 6, 4 reps (90 second rest)
Notes: If you cannot perform the pull-up, then try to have your partner help you up or use a weight assist machine. Otherwise, substitute with Pull-downs.
Modified Compound Superset #2:
Chest Dips 3 sets of 8, 6, 4 reps (90 second rest)
Wide Grip Pull-ups to front 3 sets of 8, 6, 4 reps (90 second rest)
Chest Dips 3 sets of 8, 6, 4 reps (90 second rest)
Wide Grip Pull-ups to front 3 sets of 8, 6, 4 reps (90 second rest)
Notes: If you cannot perform the pull-up, then try to have your partner help you up or use a weight assist machine. Otherwise, substitute with Pull-downs.
Modified Compound Superset #3:
E-Z Curls 3 sets of 8, 6, 4 reps (60 second rest)
Close Grip Bench Press 3 sets of 8, 6, 4 reps (60 second rest)
E-Z Curls 3 sets of 8, 6, 4 reps (60 second rest)
Close Grip Bench Press 3 sets of 8, 6, 4 reps (60 second rest)
Modified Compound Superset #4:
E-Z Preacher Curls 3 sets of 8, 6, 4 reps (60 second rest)
Lying Triceps Extensions 3 sets of 8, 6, 4 reps (No rest)
Crunches 3 sets of 8, 6, 4 reps (60 second rest)
E-Z Preacher Curls 3 sets of 8, 6, 4 reps (60 second rest)
Lying Triceps Extensions 3 sets of 8, 6, 4 reps (No rest)
Crunches 3 sets of 8, 6, 4 reps (60 second rest)
Notes: In order to be able to finish the routine within the allotted time, abs were included in this last modified compound superset. The way this superset is performed is by doing the curls first, resting 60 sec, moving to the extensions and without rest to the crunches. After the crunches, rest 60 seconds and start over.
চতুর্থ দিন: Thighs/Hamstrings/Delts/Calves
Modified Compound Superset #1:
Medium Stance Squats 3 sets of 8, 6, 4 reps (90 second rest)
Lying Leg Curls 3 sets of 8, 6, 4 reps (90 second rest)
Medium Stance Squats 3 sets of 8, 6, 4 reps (90 second rest)
Lying Leg Curls 3 sets of 8, 6, 4 reps (90 second rest)
Notes: If you suffer from lower back problems you may substitute the squat for the leg press. Since you are performing the leg press as your second exercise, then just use a close stance on this one and a medium stance on the second one.
Modified Compound Superset #2:
Leg Press 3 sets of 8, 6, 4 reps (90 second rest)
Barbell Stiff Legged Dead-lifts 3 sets of 8, 6, 4 reps (90 second rest)
Leg Press 3 sets of 8, 6, 4 reps (90 second rest)
Barbell Stiff Legged Dead-lifts 3 sets of 8, 6, 4 reps (90 second rest)
Modified Compound Superset #3:
Seated Military Press 3 sets of 8, 6, 4 reps (60 second rest)
Calf Press 3 sets of 10, 8, 6 reps (60 second rest)
Seated Military Press 3 sets of 8, 6, 4 reps (60 second rest)
Calf Press 3 sets of 10, 8, 6 reps (60 second rest)
Modified Compound Superset #4:
Upright Rows 3 sets of 8, 6, 4 reps (60 second rest)
Standing Calf Raises 3 sets of 10, 8, 6 reps (No rest)
Lying Leg Raises 3 sets of 10, 8, 6 reps (60 second rest)
Upright Rows 3 sets of 8, 6, 4 reps (60 second rest)
Standing Calf Raises 3 sets of 10, 8, 6 reps (No rest)
Lying Leg Raises 3 sets of 10, 8, 6 reps (60 second rest)
Notes:
- Use perfect form in the upright rows as sloppy form leads to rotator cuff injuries.
- In order to be able to finish the routine within the allotted time, abs were included in this last modified compound superset. The way this superset is performed is by doing the upright rows first, resting 60 sec, moving to the calf raises and without rest to the leg raises. After the leg raises, rest 60 seconds and start over.
0 comments:
Post a Comment